Homeজেলাপঞ্চগড় ১ আসনে নৌকা-ট্রাক প্রতীকের লড়াই, ২ আসনে নৌকার সাথে নিরুত্তাপ স্বতন্ত্ররা

পঞ্চগড় ১ আসনে নৌকা-ট্রাক প্রতীকের লড়াই, ২ আসনে নৌকার সাথে নিরুত্তাপ স্বতন্ত্ররা

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় জেলা প্রতিনিধি ।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পঞ্চগড়-১ আসনে রোববার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কারিগরি কলেজ,শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,পঞ্চগড় উচ্চ বিদ্যালয়,তুলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,জালাসী উচ্চ বিদ্যালয়, রাজনগর উচ্চ বিদ্যালয় সহ একাধিক কেন্দ্র ঘুরে পাওয়া যায়,নৌকা-ট্রাক প্রতীকের পোলিং এজেন্ট আর বাকী চার প্রার্থীর এজেন্ট নেই।এছাড়াও এ কেন্দ্র গুলোতে ভোটারের দীর্ঘ লাইন চোখে পড়েনি।

বাকি চার প্রার্থীর কোনো পোলিং এজেন্ট না থাকার বিষয়ে দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা জানান, তাঁদের কোনো পোলিং এজেন্ট আসেনি।
আজ সকাল আটটা থেকে ভোট গ্রহণ হচ্ছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।

এ আসনে আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রতিদ্বন্দ্বীতা করছেন।আরো চার প্রার্থী থাকলেও প্রচার প্রচারণা ছিলনা তাদের।

পঞ্চগড় ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা নেই বললেও চলে, এখানে নৌকা প্রতীক নিয়ে লড়াই করছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এছাড়া আরো তিন জন প্রার্থী থাকলেও তাদের কোন সাড়া নেই। বোদা পৌরসভা, সাকোয়া, বেংহাড়ি ইউনিয়ন ঘুরে নৌকা ছাড়া অন্য প্রার্থী কোন এজেন্ট বা কেন্দ্রের বাইরে কর্মী পাওয়া যায়নি। প্রায় সকল কেন্দ্র ফাঁকা দুপুর দুটা পর্যন্ত ৮ থেকে ১০ বা কোথাও সর্বোচ্চ ১৬শতাংশ ভোট পড়েছে বলে জানান, প্রিজাইডিং অফিসারগন।

জনি নামের এক ব্যক্তির অভিযোগ তার ছেলে মাহাফুজুর রহমান মীম কে বিজিবি তুলে নিয়ে গেছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে।

জানা যায়,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ৬ জন ও পঞ্চগড়-২ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।জেলায় মোট ভোটার সংখ্যা ৮ লাখ,২৬ হাজার,৯৬৩ জন।তাদের মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ, ১৫ হাজার,৬৯ জন।মহিলা ভোটার ৪ লাখ, ১১ হাজার,৮৯০ জন।রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২৮৭ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম বলেন,বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৬ জন,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ জনকে নিয়োগ করা হয়েছে।

Exit mobile version