কসবার পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের নৌকার কান্ডারি আইনমন্ত্রী আনিসুল হক।
দুপুর ১২টার দিকে ভোট দেবেন তিনি। পানিয়ারুপ তার নিজ গ্রাম।
বাংলাদেশের ইতিহাসে টানা দুই মেয়াদে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
এর আগে তিনি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। আইনমন্ত্রীর বাবা উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী, গণপরিষদ ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলি সিরাজুল হকও এ আসনের সংসদ সদস্য ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হওয়ার পর গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেন আনিসুল হক।
এর পর ১৯ ডিসেম্বর নিজ নির্বাচনী এলাকায় চিরনিদ্রায় শায়িত পীর-আউলিয়াদের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন আইনমন্ত্রী। আর শুক্রবার (৫ জানুয়ারি) মহান মুক্তিযুদ্ধে শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করেন তিনি।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ২ হাজার ৫৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৮৪৭ জন, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৭৩৯ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।