দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রোববার (৭ জানুয়ারি)। ফরিদপুর জেলার ৪টি সংসদীয় আসনের ৬৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী সরঞ্জাম।
এ জেলায় মোট ভোটার ১৬ লাখ ৫১ হাজার ৬৯৩জন। চারটি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থী ২১ জন। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কেবলমাত্র নির্বাচনের দিন সকালে সব কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার।
শনিবার (০৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে জেলার স্ব স্ব উপজেলা থেকে প্রতিটি নির্বাচনী কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এসময় প্রত্যেক কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সরঞ্জামগুলো বুঝে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন।
ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, জেলার চারটি সংসদীয় আসনের ৬৫৪টি কেন্দ্রের নির্বাচনী সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ নির্বাচন শান্তিপূর্ণ করতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া জেলার অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত ফোর্স নিয়োগ করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।