Homeবিনোদনঅভিষেককে কী পরামর্শ দিলেন ঐশ্বরিয়া!

অভিষেককে কী পরামর্শ দিলেন ঐশ্বরিয়া!

বচ্চন বাড়িতে বিচ্ছেদের গুঞ্জন চলছে অনেকদিন ধরেই। আবার দেখা যাচ্ছে সব গুঞ্জন উড়িয়ে ঐশ্বরিয়া-অভিষেক সামিল হচ্ছেন নানা অনুষ্ঠানে। তাহলে সত্য ঘটনা কী? সেই গোপনীয়তার দেয়ালের মাঝেই ভেসে এলো অভিষেকে দেয়া ঐশ্বরিয়ার পরামর্শ।

এদিকে প্রতিবছর ঘটা করে জন্মদিন পালন করেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া বচ্চন। তবে এবার একাই কাটিয়েছিলেন তিনি। এমনকি স্বামী অভিষেকও পাশে ছিলেন না। সম্প্রতি ননদ শ্বেতার ছেলে অগস্ত্যের সিনেমা ‘দ্য আর্চিস’র প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবারের সবাইকে এক হতে দেখা গেছে। পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন তারা। কিন্তু ছবিতে আন্তরিকতার বেশ ঘাটতি লক্ষ্য করা যায়।

গত বছর বচ্চনদের বাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যা নিয়ে মায়ের সঙ্গে থাকছেন ঐশ্বরিয়া। মেয়ের কথা ভেবে তারা নানা রকম সামাজিক অনুষ্ঠানে এক হচ্ছেন। মেয়ে আরাধ্যার স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানেও অংশ নেয় এই দম্পতি। তবে তাদের অন্দরের আসল খবর এখনও সামনে আসেনি।

সম্প্রতি জানা গেছে, বিয়ের পর অভিষেককে পরামর্শ দেন ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া বলেছিলেন, জীবনের ব্যক্তিগত বিষয়গুলোর গোপনীয়তা রাখা ভীষণ দরকার। বিনোদন জগতে তারকাদের নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্ক থাকবেই। কিন্তু এসব ভেবে জীবনের আনন্দময় দিনগুলো নষ্ট করা উচিত নয় এমনটাই বলেছিলেন স্বামী অভিষেককে ঐশ্বরিয়া।

ঐশ্বরিয়া আরও বলেন, ‘দিনশেষে মানুষের ভালোবাসাই সব থেকে বড়। তাই কারও কোনো কথায় বিচলিত হওয়ার প্রশ্ন আসে না।’

২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বরিয়া রায়। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন দুজনের। তাদের আরাধ্যা নামে একটি কন্যা সন্তান রয়েছে।

Exit mobile version