Homeসর্বশেষ সংবাদমেহেরপুরে ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর গাংনী উপজেলার চাঁদপুর-শালদহ উত্তর মাঠের পাকা সড়কের ওপর থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল সেগুলো উদ্ধার করে।

হেমায়েতপুর বাজারের ব্যবসায়ী সাগরি হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে বোমা সাদৃশ্য বস্তুটি চারটি পড়ে থাকার বিষয়ে জানতে পারি। পাকা সড়কের ওপরে দুটি কলাগাছ কেটে ফেলে রাখা হয়। এর পাশে দুটি এবং পাকা সড়কের পাশে আরও দুটি বোমা সাদৃশ্য বস্তু পড়ে ছিল। বিষয়টি অবগত করা হলে গাংনী থানা পুলিশের একটি দল সেগুলো উদ্ধার করে।

শালদহ গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম জানান, সকাল বেলায় চাঁদপুর গ্রামের এক ব্যক্তি ফোন দিয়ে রাস্তায় পড়ে থাকা বোমা সাদৃশ্য বস্তুগুলোর খবর দেয়।  এ সময় ঘটনাস্থলে পৌঁছে টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ ৪টি বস্তু পড়ে থাকতে দেখেন তিনি। পরে নিকটস্থ পুলিশ ক্যাম্প ও গাংনী মডেল থানাকে অবিহিত করেন তিনি।

নির্বাচনের বিষয়ে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এগুলো রাখা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বোমা সদৃশ বস্তু উদ্ধারকারী গাংনী থানার এসআই দেবাশীষ অধিকারী জানান, কাল স্কচটেপ দিয়ে মোড়ানে বোমা সাদৃশ্য বস্তু চারটি পানিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানায় নেয়া হয়েছে।

গাংনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান,  এরইমধ্যে বোমা সাদৃশ্য বস্তুগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এগুলো রাস্তার মাঝে রেখেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

Exit mobile version