Homeখেলাসুপার সিক্সটিন নিশ্চিত করতে মাঠে নামছে রিয়াল

সুপার সিক্সটিন নিশ্চিত করতে মাঠে নামছে রিয়াল

কোপা দেল রে’তে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করতে রাতে আরান্দিনার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। এল মন্তেসিলোতে ম্যাচ মাঠে গড়াবে শনিবার (৬ জানুয়ারি) রাত আড়াই’টায়। তার আগে রাত ৯টায় অ্যাতলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে লুগো।

কোপা দেল রে’তে অন্যতম সফল দল রিয়াল মাদ্রিদ। গেল আসরে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপাটা নিজের করে নিয়েছিল আনচেলত্তির দল। আর ২০টি শিরোপা নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারীর মধ্যে অল হোয়াইটদের অবস্থান তৃতীয়। এবারের আসরের শিরোপাটা ধরে রাখতে চায় স্প্যানিশ জায়ান্টরা। আপাতত লড়াইটা শেষ ষোলো নিশ্চিতের। যেখানে প্রতিপক্ষ আরান্দিনা।

এবারের মৌসুমটা স্বপ্নের মতো কাটাচ্ছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া লিগ লা লিগায় সবার উপরের জায়গাটা দখলে রেখেছে রিয়াল। লিগে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। আর সব আসর মিলিয়ে শেষ ৪ ম্যাচে টানা জয় রয়েছে আনচেলত্তির দলের। চ্যাম্পিয়নস লিগেও ভালো করছে লস ব্লাঙ্কোস। এখন তাদের লক্ষ্য কোপা দেল রে’তে আরেকটি শিরোপার স্বাদ নেয়া।

কোপা দেল রে’তে শেষ ম্যাচে মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় রিয়াল। তবে ইনজুরির লম্বা একটা লিস্ট রয়েছে লস ব্লাঙ্কোস শিবিরে। রিয়ালের গোলরক্ষক কোর্তোয়াকে এ ম্যাচে পাবে না সফরকারীরা। আর ডিসেম্বরে হেড ইনজুরিতে পড়া লেফট ব্যাক ফারলেন্ড মেন্ডিকে পাবে না রিয়াল।

তবে জানুয়ারিতে মাঠে ফেলার কথা রয়েছে মেন্ডির। এদিকে শারীরিক অসুস্থতায় বছরের শুরুতে দলের বাইরে ছিলেন এদুয়ার্দ কামাভিঙ্গা। এ ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন তিনি। ম্যাচে ভিনিসিউস না থাকলেও রদ্রিগো, হোসেলু ও আলভারোর উপর ভরসা করে আক্রমণভাগ সাজাবে রিয়াল। আর শেষ ১৮ ম্যাচে কোনো হার নেই অল হোয়াইটদের ঝুলিতে। তাই এ ম্যাচটাও জয় তুলে নিয়ে সে ধারা অব্যাহত রাখতে চাইবে রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে কাদিজের বিপক্ষে খেলা একাদশ নিয়েই মাঠে নামতে পারে আরান্দিনা। সম্ভাব্য ৩-৪-৩ ফরমেশন নিয়ে দল সাজাবেন দলের কোচ।

এদিকে লুগোর বিপক্ষে রাত ৯ টায় মাঠে নামবে অ্যাতলেটিকো মাদ্রিদ। শেষ ম্যাচে সিডি কায়নেকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে অ্যাতলেটিকো। লা লিগায় পয়েন্ট টেবিলের ওপরের সারিতে রয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগেও টানা জয় রয়েছে তাদের। তবে পরিসংখ্যান রয়েছে লুগোর পক্ষে। শেষ চার দেখায় কোনো জয় নেই অ্যাতলেটিকোর। তবে স্বাগতিকদের বিপক্ষে এ ম্যাচে জয় তুলে নিতে আলাদা পরিকল্পনা রাখবে তারা।

সর্বশেষ খবর