Homeসর্বশেষ সংবাদনৌকায় ভোট চাইলেন ঈগলের প্রার্থী, ভিডিও ভাইরাল

নৌকায় ভোট চাইলেন ঈগলের প্রার্থী, ভিডিও ভাইরাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী লে. জেনারেল আবুল হোসেন ঈগল প্রতীক নিয়ে লড়াই করলেও নিজের সমর্থকদের নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার শেষ দিন গলাচিপা ফেরিঘাট সংলগ্ন বালু মাঠে ঈগল মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য শেষ করেন তিনি। অন্য প্রার্থীর জন্য ভোট চাওয়ার ১৪ সেকেন্ডের এমন বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিও ক্লিপে বলতে শোনা যায়, আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন। দীর্ঘ সময় বসে ছিলেন, ক্ষুধাও লাগছে জানি। সবাই সুন্দরভাবে বাসায় ফিরবেন কোনো ঝামেলা করবেন না। আপনারা নিরাপদে পরিবারের কাছে ফিরবেন আল্লাহর কাছে দোয়া কামনা করি এবং আপনাদের দোয়া কামনা করে আবারও আগামী ৭ তারিখের নির্বাচনে নৌকায় ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।

তার বক্তব্য নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে লে. জেনারেল আবুল স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলের আদর্শের সঙ্গে তিনি বেইমানি করে নৌকার বিরুদ্ধে নির্বাচন করলেও মন থেকে নৌকাকে মুছতে পারেনি, তাই বলে ফেলেছেন নৌকায় ভোট দেয়ার কথা। এভাবে যারা নৌকার বিরুদ্ধে আছে সবাই দিন শেষে নৌকায় ভোট দেবেন।

এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী এসএম শাহজাদা বলেন, স্বতন্ত্র প্রার্থী নিজেই নৌকায় ভোট চাইলেন। এভাবে তার সাথে আওয়ামী লীগের যারা আছেন, তারাও সবশেষ নৌকায় ভোট দেবেন। যাদের রক্তে বঙ্গবন্ধুর আদর্শ আছে, যারা আজীবন নৌকায় ভোট দিয়েছেন, তারা কোনো দিন অন্য প্রতীকে সিল মারতে পারবেন না। ঈগলের সমর্থকরা এখনই দলে দলে নৌকার দিকে ছুটছেন। আমার বিশ্বাস আওয়ামী লীগের তৃণমূলের কোনো কর্মীই নৌকার বাইরে ভোট দেবেন না। তাদের মন তাদের নৌকার বাইরে ভোট দিতে দেবে না। সুতরাং তার সঙ্গে আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী আছে, তারা ভুলে হলেও ৭ তারিখ নৌকায় ভোট দিবে বলে আমার বিশ্বাস। কারণ আওয়ামী লীগ কর্মীরা আদর্শের সঙ্গে বেইমানি করতে পারে না।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী লে.জেনারেল আবুল হোসেন জানান, বক্তব্যের শেষ অংশে তিনি ভুলে ঈগলের জায়গায় নৌকা বলে ফেলছেন। পরবর্তীতে সংশোধন করে আবার ঈগল মার্কায় ভোট চেয়ে মঞ্চ থেকে নামেন।

সর্বশেষ খবর