Homeউচ্চ শিক্ষাকিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস র‍্যাঙ্কিং প্রকাশ, সেরা লন্ডন

কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস র‍্যাঙ্কিং প্রকাশ, সেরা লন্ডন

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রতিবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের নানা ধরনের র‍্যাঙ্কিং প্রকাশ করে। এ বছর ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা শহর মনোনীত হয়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। ২০২৪ সালের র‍্যাঙ্কিংয়ে বিদেশে পড়ুয়াদের জন্য বিশ্বের সেরা ১৬০টি শহরের তালিকা প্রকাশ করেছে কিউএস। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে এ বছর লন্ডনের ১৮টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, তালিকায় দ্বিতীয় জাপানের রাজধানী টোকিও এবং তালিকায় তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়ার সিউল। বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য গন্তব্য নির্বাচন করা হয়েছে একাডেমিক সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মান, বিশ্ববিদ্যালয়ের মান, বাসস্থান খরচ ও কাজের সুযোগের ওপর নির্ভর করে।

কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস র‍্যাঙ্কিংয়ে সেরা ১০ শহরের তালিকা হলো—

যুক্তরাজ্যের লন্ডন, স্কোর ১০০;

জাপানের টোকিও, স্কোর ৯৮;

দক্ষিণ কোরিয়ার সিউল, স্কোর ৯৭ দশমিক ৬;

অস্ট্রেলিয়ার মেলবোর্ন, স্কোর ৯৭ দশমিক ৩;

জার্মানির মিউনিখ, স্কোর ৯৭ দশমিক ১;

ফ্রান্সের প্যারিস, স্কোর ৯৬ দশমিক ৩;

অস্ট্রেলিয়ার সিডনি, স্কোর ৯৬ দশমিক ২;

জার্মানির বার্লিন, স্কোর ৯৫;

সুইজারল্যান্ডের জুরিখ, স্কোর ৯৫;

যুক্তরাষ্ট্রের বোস্টন, স্কোর ৯২ দশমিক ৩।

ছয়টি মানদণ্ডের ভিত্তিতে কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস র‍্যাঙ্কিং করা হয়েছে। এগুলো হলো ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং, স্টুডেন্ট মিক্স, ডিজায়ারেবিলিটি, এমপ্লয়ার অ্যাকটিভিটি, অ্যাফোর্ডেবিলিটি ও স্টুডেন্ট ভিউস।
র‍্যাঙ্কিংয়ে থাকা লন্ডনের ১৮টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলো—

ইম্পেরিয়াল কলেজ

ইউসিএল (ইউনিভার্সিটি কলেজ লন্ডন)

কিংস কলেজ

লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স

কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন

সিটি ইউনিভার্সিটি

ব্রুনেল ইউনিভার্সিটি

ব্রিকবেক কলেজ

রয়েল হলোওয়ে ইউনিভার্সিটি

এসওএএস-স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকা স্টাডিজ, ইউনিভার্সিটি অব লন্ডন

গোল্ডস্মিথ

কিংসটন ইউনিভার্সিটি

মিডলসেক্স ইউনিভার্সিটি

ইউনিভার্সিটি অব গ্রিনউইচ

ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টার

লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি

ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন ও

লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

সর্বশেষ খবর