পিএসজি এক সময়ে তারকার মেলা নিয়ে মাঠে হাজির হতো। তাদের দলে ছিলেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেদের মতো বড় তারকারা। তবে এখন সেসব অতীত। এমবাপ্পে বাদে বাকি দুজন ছেড়েছেন পিএসজি। এবার দীর্ঘদিন পরে ক্লাবের সাবেক সতীর্থ মেসিকে নিয়ে মুখে খুলেছেন ফরাসি তারকা।
শুক্রবার (৫ জানুয়ারি) ফুটবল বিষয়ক গণমাধ্যম ইএসপিএন কিলিয়ান এমবাপ্পের বিষয়ে একটি সংবাদ প্রকাশ করে। সেখানে মেসি সম্পর্কে ফরাসি ফরোয়ার্ডের মন্তব্য তুলে ধরা হয়েছে। মূলত অ্যামাজন প্রাইম স্পোর্টকে দেয়া সাক্ষাতকার নিয়ে ইএসপিএন খবরটি প্রকাশ করেছে।
অ্যামাজন প্রাইম স্পোর্টকে দেয়া সাক্ষাতকারে কিলিয়ান এমবাপ্পে বলেছেন, ‘আপনি লিও মেসির সঙ্গে খেলতে না পারলে তাকে সবসময় মিস করবেন। মেসি সব ধরনের মর্যাদার দাবিদার, এমনকি সেটি ফ্রান্সেও। কিন্তু এখানে তিনি মর্যাদা পাননি।’
এমবাপ্পে আরও বলেছেন, ‘আমার মতো ফরোয়ার্ড, জায়গা নিয়ে যদি আপনি দৌড়াতে পছন্দ করেন, তাহলে তার সঙ্গে খেললে আপনি বল পাবেন। এই ধরনের বিলাসিতা একমাত্র তিনিই দিতে পারেন। সবমিলিয়ে তার সঙ্গে খেলতে পারা আমার জন্য আলাদা কিছু ছিল।’
প্রসঙ্গত, কাতার বিশ্বকাপ শেষে পিএসজিতে স্বস্তি খুঁজে পাচ্ছিলেন না মেসি। তাই নতুন করে আর ক্লাবটির সঙ্গে তিনি চুক্তি না করে দল ত্যাগের সিদ্ধান্ত নেন। সেটিও আবার কেবল দল নয়, গোটা ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। পরিচিত আঙ্গিনা ছেড়ে বিশ্বকাপজয়ী তারকা পাড়ি জমান মার্কিন মুলুকে। সেখানকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে নতুন চমক তৈরি করেন তিনি। এখন পর্যন্ত ক্লাবটিতে সফলতার সঙ্গে খেলে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা।