শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।
আগামী ৬ ও ৭ জানুয়ারি হরতালের সমর্থনে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহবানে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
শুক্রবার বিকেল ৪টায় উপজেলা ও পৌর বিএনপির দুটি পৃথক মিছিল শহরের ঢাকা বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলি শেষে পৌর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ড, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল প্রমূখ।
বক্তারা বলেন, “বিগত ১৫ বছর ধরে বর্তমান সরকার ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করেছে, বিরোধী মতকে দমন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে। তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় থাকতে পারবে না। ফলে নির্দলীয় নিরোপেক্ষ সরকারে গণ আকাঙ্খা পাশকাটিয়ে ড্যামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার বৈধ চায়। তাই আগামী ৭ তারিখের নির্বাচন প্রতিহত করতে না পারলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে না।“
বক্তারা আগামী ৬ ও ৭ জানুয়ারী সকাল-সন্ধ্যা হরতাল পালন করে ‘কথিত’ নির্বাচন বর্জন করার জন্য জনগণের প্রতি আহবান জানান।
অপর দিকে উপজেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম আরফান, মোস্তাফিজার রহমান নিলু ও উপজেরা ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তার পুটির নেতৃত্বে একটি মিছিল ঢাকা বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে।
এদিকে মিছিলের খবর পেয়ে পুলিশ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সাথে সাথে শহর জুড়ে টহল ও নিরাপত্তা জোরদার করেছে।