ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় একই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার (৩ জানুয়ারি) রাতে গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকার একটি বাড়িতে এ হামলা চালানো হয়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
জানা গেছে, গাজার অন্যান্য এলাকা থেকে বাস্তুচ্যুত লোকজন ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের হামলায় গাজায় ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫৭ হাজার।
এদিকে এমন পরিস্থিতির মধ্যেই দক্ষিণাঞ্চলসহ গাজা উপত্যকাজুড়ে বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরাইল, যেখানে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে ‘নিরাপদ স্থানে’ সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলের বোমাবর্ষণে গাজায় নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী ও শিশু।