চলতি বছরের মার্চে ইতালির বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে মেসির আর্জেন্টিনা। যদিও এখনো এ বিষয়ে নিশ্চিত করে জানায়নি আর্জেন্টিনার বোর্ড। তবে মার্চ মাসে আর্জেন্টিনার কোন ম্যাচ না থাকায়, ইতালির বিপক্ষে খেলার সম্ভাবনা অনেক বেশি।
আর্জেন্টিনার বোর্ড থেকে এখনো অফিশিয়াল কোন বিবৃতি না এলেও, আর্জেন্টাইন সাংবাদিক মার্কোস ডুরান সংবাদ মাধ্যম রেভেলোকে জানিয়েছেন। ডুরান জানান, মার্চে এই দুই দলের লড়াইটা হতে পারে যুক্তরাষ্ট্রে। দুই দলের কোচ প্রীতি ম্যাচে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে চাওয়াতেই একে অপরের সঙ্গে ম্যাচটি খেলতে পারে।
এদিকে কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার কোন প্রীতি ম্যাচ নেই। আর আর্জেন্টিনার বোর্ডও মার্চ উইন্ডোতে প্রীতি ম্যাচের আয়োজন করতে চেয়েছিলো। শেষ বার ২০২২ সালে ফিনালিসিমা’য় মুখোমুখি হয়েছিলো এই দুই দল। সেই ম্যাচে ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিলো আর্জেন্টিনা। এছাড়াও গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসতে পারে আর্জেন্টিনা।
২০২৪ সালে আর্জেন্টিনার খেলার সূচি
কোপা আমেরিকা
২০ জুন, ২০২৪ আর্জেন্টিনা বনাম প্লে-অফ বিজয়ী
২৫ জুন, ২০২৪ চিলি বনাম আর্জেন্টিনা
২৯ জুন, ২০২৪ আর্জেন্টিনা বনাম পেরু
৪ জুলাই/৫ জুলাই, ২০২৪* কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল
৯ জুলাই, ২০২৪* কোপা আমেরিকা সেমিফাইনাল
১৩ জুলাই/১৪ জুলাই, ২০২৪* তৃতীয় স্থান নির্ধারণী/ফাইনাল
(যদি নক আউটে উঠতে পারে)
বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনার ম্যাচ
৫ সেপ্টেম্বর, ২০২৪ আর্জেন্টিনা বনাম চিলি
১০ সেপ্টেম্বর, ২০২৪ কলম্বিয়া বনাম আর্জেন্টিনা
১০ অক্টোবর, ২০২৪ ভেনিজুয়েলা বনাম আর্জেন্টিনা
১৫ অক্টোবর, ২০২৪ আর্জেন্টিনা বনাম বলিভিয়া
১৪ নভেম্বর, ২০২৪ প্যারাগুয়ে বনাম আর্জেন্টিনা
১৯ নভেম্বর, ২০২৪ আর্জেন্টিনা বনাম পেরু