Homeআন্তর্জাতিকজাপানে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, আরও বাড়ার শঙ্কা

জাপানে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, আরও বাড়ার শঙ্কা

নতুন বছরের প্রথম দিনে জাপানের ইশিকাওয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা থাকায় এর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সোমবার (১ জানুয়ারি) জাপানের উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের জেরে দেশটিতে সুনামিও আঘাত হানে। ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলের ওয়াজিমা শহরে ১.২ মিটার উচ্চতার ঢেউ আঘাত হেনেছে।

জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার একদিনেই জাপানে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী কম্পনসহ ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। এদিন আঘাত হানা বেশিরভাগ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ মাত্রার বেশি। এসব ভূমিকম্প মাঝারি মাত্রার হলেও মঙ্গলবার ভোরেও দেশটিতে ছয়টি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ‘এখনো অনেক মানুষ ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছেন আর উদ্ধারের প্রতীক্ষা করছেন।’

কিশিদা বলেন, আজ সন্ধ্যার মধ্যেই আমরা তাদের উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছি। যদিও এই দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পেরিয়ে যাবে আজ।

এদিকে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ২৭ ঘণ্টা পেরিয়ে গেলে ধ্বংসস্তূপে আটকেপড়াদের জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে।

Exit mobile version