বিএনপি অংশ না নেয়ায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার (৩ জানুয়ারি) জিনজিরা এলাকায় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার লাইন দেখে বিএনপি আফসোস করবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেই বিএনপি বুঝবে তারা ভুল করেছে।
তিসি আরও বলেন, বিএনপি যে নির্বাচনে নেই, তার কোনো প্রভাবই পড়েনি ভোটের মাঠে। নির্বাচনে মানুষ ভোট দিতে মুখিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় তিনি স্থানীয় শিক্ষিত তরুণ প্রজন্মের ভোটারদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।