বছরের প্রথম ম্যাচে লিগ টেবিলের শীর্ষস্থান পোক্ত করতে মায়োর্কার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বুধবার (৩ জানুয়ারি) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়।
অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পেতে জিরোনা মাঠে নামবে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। ম্যাচ শুরু হবে রাত আড়াই টায়।
শিরোপার খুব কাছে গিয়েও গেল মৌসুমে লিগ শিরোপা জেতা হয়নি রিয়াল মাদ্রিদের। তবে সে ভুল শুধরে এবারের আসরের শুরু থেকেই লা লিগার পয়েন্ট টেবিলে আধিপত্য ধরে রেখেছে অল হোয়াইট শিবির। ২০২৩ শেষ ম্যাচে আলাভেসের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ফিরে পেয়েছে আনচেলত্তির শিষ্যরা।
তবে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে এবারের লা লিগার অন্যতম শক্তিশালী দল জিরোনা। শুধু গোলের ব্যাবধানে এগিয়ে আছে মাদ্রিদ। তাই সতর্ক থাকতে হচ্ছে আনচেলত্তি শিষ্যদের। যদিও শীর্ষস্থান পোক্ত করার ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকেই পাচ্ছে রিয়াল। পূর্ব পরিসংখ্যানও কথা বলছে মাদ্রিদের পক্ষেই।
সম্ভাব্য ৪-৪-২ ফর্মেশনে একাদশ সাজাচ্ছেন মাস্টারমাইন্ড আনচেলত্তি। যেখানে, ডিফেন্স আর মিডফিল্ডের শক্তি বাড়াতেই মনোযোগী কোচ। ভিনিসিউস, রদ্রিগোরা আক্রমণে আর বেলিংহ্যাম, টনি ক্রুস, চুয়ামিনি, ভালভার্দেরা ধরবেন মাঝমাঠের হাল। রক্ষণের ভার সামলাবেন রুডিগার, গার্সিয়ারা।
তবে, অভিজ্ঞ থিবো কোর্তোয়ার অভাব কিছুটা অনুভব করতে পারে দল। ইনজুরির তালিকায় নাম আছে বেশ কয়েকটি। কোর্তোয়া, কামাভিঙ্গাদের চোট ভাবাচ্ছে কোচকে। অবশ্য স্বস্তির খবর, চোট কাটিয়ে এ ম্যাচে ফিরছেন ভিনিসিউস।
এদিকে লিগের আরেক ম্যাচে অ্যাতলেটিকোর মোকাবিলায় মাঠে নামবে জিরোনা। এবারের আসরে বেশ ধারাবাহিক জিরোনা। রিয়ালের সঙ্গে সমানতালে শীর্ষস্থান দখলের লড়াই চালিয়ে যাচ্ছে দলটি। একের পর এক জয়ে বাকি দলগুলোকে কোণঠাসা করে শিরোপার দিকে চোখ তাদের। এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে তারা।
বছরের প্রথম ম্যাচে জয় তুলে নিতে মরিয়া জিরোনা। যদিও মুখোমুখি শেষ পাঁচ দেখার তিনটিতেই জয় অ্যাতলেটিকোর। বাকি দুই ম্যাচের ফল ড্র। তবুও ঘরের মাঠে অ্যাতলেটিকোর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে জিরোনা।