বরিশাল নগরীতে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের লাঠিচার্জে বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টার সময় নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন: বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন খান, আমিনুর রহমান টুটু, আল আমিন, হৃদয় হোসেন তামিম, রিয়াজ হোসেন, সুজন আকন ও সাইফুল ইসলাম।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন, ‘ভোট বর্জনসহ বিভিন্ন দাবিতে তাদের লিফলেট বিতরণ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীরা অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হলে পুলিশ এসে বেধড়ক লাঠিপেটা করে। নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে লিফলেট বিতরণ কর্মসূচি পণ্ড হয়ে যায়।’
শাহিন বলেন, ‘পুলিশের লাঠিপেটায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এ ছাড়া সাবেক এমপিসহ বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা বলেন, ‘তারা পূর্ব অনুমতি না নিয়ে অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয়। পরে বিক্ষোভ-মিছিলের চেষ্টা করে। তখন পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করার চেষ্টা করায় সাতজনকে আটক করা হয়েছে।