গ্যাব্রিয়েল মসকার্ডো, ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তরুণ ফুটবলারকে দলে ভেড়াচ্ছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। করিন্থিয়াসের এই খেলোয়াড়ের জন্য ফরাসি ক্লাবটিকে খরচ করতে হচ্ছে প্রায় ২০ মিলিয়ন ইউরো। খবর ফ্যাব্রিজিও রোমানোর।
মসকার্ডোর সঙ্গে পিএসজির আনুষ্ঠানিকতার অনেক কিছুই নাকি শেষ হয়ে গেছে। এখন বাকি কেবল ঘোষণার। বৃহস্পতিবারই (৪ ডিসেম্বর) সেটি এসে যেতে পারে বলে মত রোমানোর।
পিএসজিতে আসার দ্বারপ্রান্তে থাকলেও একটি দুঃসংবাদ বয়ে নিয়ে আসছেন মসকার্ডো। কিছুদিনের মধ্যেই ছুরি-কাঁচির নিচে যেতে হবে তাকে। বাম পায়ের ইনজুরির জায়গায় অস্ত্রোপচার করালে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে। যে কারণে লুইস ইনরিকের দলে যোগ দিতে আরও অপেক্ষা করতে হবে তাকে।
একটি ঘোষণায় মসকার্ডো জানান, ‘আমি সবাইকে জানাতে চাই যে, বাম পায়ে একটি অপারেশন করাতে হবে, সাম্প্রতিক সময়ে পরীক্ষার পর এটা করা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রোপচার করালে আগামী তিন মাসের জন্য মাঠ থেকে দূরে রাখতে হবে।’