লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এতে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২ জানুয়ারি) গভীর রাতে এক এক্স পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা ও রয়টার্সের।
এক্স পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ড লিখেছে, মঙ্গলবার ইয়েমেনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ হামলা হয়। এ নিয়ে গত ১৯ নভেম্বর থেকে এখন পর্যন্ত ২৪ বার লোহিত সাগরে চলমান জাহাজ লক্ষ্য করে হামলা চালালো হুতি বিদ্রোহীরা।
সেন্টকম আরও জানায়, ওই অঞ্চলের একাধিক বাণিজ্যিক জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড আরও জানায়, এসব বেআইনি হামলা বহু নাবিকের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে। এছাড়াও এ হামলার কারণে আন্তর্জাতিক বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে।
এর আগে, রোববার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে অন্তত ১০ হুতি যোদ্ধা নিহত হয়েছেন। সেই সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীটির তিনটি নৌকা সাগরে ডুবে গেছে। বিষয়টি নিশ্চিত করে এর প্রতিশোধের ঘোষণা দেয় হুতি যোদ্ধারা।