মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি।।
সমাজ সেবা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ২ জানুয়ারী (মঙ্গলবার) জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো: নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার।
বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শরীফ হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর, ইউনিয়ন সমাজকর্মী মনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে কালেক্টর ভবন প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এসময় সমাজ সেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন এনজিও নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।