মোস্তফা কামাল, যশোর।।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যশোর-৪ আসনে এনামুল হক বাবুলের প্রার্থিতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এনামুল হক বাবুলের প্রার্থিতা বহাল রয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে তার পক্ষে ছিলেন আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক।
এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মন্ডল (নোঙ্গর প্রতীক)। এ ছাড়া এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে এই আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) রনজিত কুমার রায় আপিল করেছিলেন। শুনানি শেষে ১৩ ডিসেম্বর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। পরে এনামুল হক বাবুল হাইকোর্টে রিট করেন।
গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট তার রিট সরাসরি খারিজ করে আদেশ দেন। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করেন। ১৯ ডিসেম্বর চেম্বার আদালত তার প্রার্থিতা ফেরত দেন। পরে নির্বাচন কমিশন ওই আদেশ প্রত্যাহারের আবেদন করেন।
নৌকার প্রার্থী এনামুল হক বাবুল বলেন, ‘আদালতের এই রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল। এই রায়ের ফলে নির্বাচন করতে আর কোনো আইনি জটিলতা না থাকায় আমার নির্বাচনী এলাকায় নির্বাচনের প্রাণ ফিরে পেয়েছে। আশা করি এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে।’
তিনি আরও বলেন, ‘সংসদ সদস্য নির্বাচিত হলে পিছিয়ে পড়া এই জনপদের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।’”