দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় মুখরিত ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি জনপদ, ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গণসংযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এসময় তিনি বলেন, উন্নয়নের স্বার্থে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার
জন্য আপনারা নৌকায় ভোট দেবেন।
মোকতাদির চৌধুরী বলেন, আমি দুধের ফেরিওয়ালা, পচা জিনিস বিক্রি করি না। আপনারা দেখেশুনে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। আপনাদের ভালোবাসার কারণে আমি এমনটাই বিশ্বাস করি।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সময়ে আপনারা একটি নতুন উপজেলা পেয়েছেন। এর চেয়ে বড় আর কি হতে পারে? গত ১৩ বছরে আপনাদের বিজয়নগর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আপনারা নৌকায় ভোট দেবেন বলে আমি বিশ্বাস করি।
প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের সকাল থেকে উপস্থিত হওয়ার জন্য এসময় অনুরোধ জানান উবায়দুল মোকতাদির চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন আহমেদ, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, শিক্ষাবিদ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী ছায়িদুল ইসলাম সহ আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।