Homeআন্তর্জাতিকভারতের মণিপুর আবারও উত্তপ্ত, নিহত ৪

ভারতের মণিপুর আবারও উত্তপ্ত, নিহত ৪

ভারতের মণিপুর রাজ্যে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) মণিপুরের থৌবল জেলায় সন্দেহভাজন জঙ্গি হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনার পর রাজ্যের পাঁচটি জেলায় কারফিউ জারি করা হয়েছে।

এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং এক ভিডিও বার্তায় হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এসময় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিরীহ মানুষ হত্যার ঘটনায় গভীর শোক ও অনুশোচনা প্রকাশ করছি। আমরা এরই মধ্যে পুলিশকে নির্দেশ দিয়েছি, যত দ্রুত সম্ভব তারা জঙ্গিদের খুঁজে বের করবে। আমি আপনাদের অনুরোধ করছি, জঙ্গিদের খুঁজে বের করতে সরকারকে সহযোগিতা করুন।’

অন্যদিকে সোমবারের হামলার পর মঙ্গলবার (২ ডিসেম্বর) মণিপুরের মোরে শহরে পুনরায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় চার পুলিশ কর্মকর্তা ও এক বিএসএফ সদস্য গুরুতর আহত হয়েছেন।

উল্লেখ্য, মণিপুরে গত বছরের মে মাস থেকে ভয়াবহ সহিংসতা শুরু হয়। গত সপ্তাহে মোরেতে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার নিরাপত্তা কর্মকর্তা আহত হন।

সোমবারের হামলার পর থৌবল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং ও বিষ্ণপুরে কারফিউ জারি হয়েছে।

Exit mobile version