Homeসর্বশেষ সংবাদআওয়ামী লীগ উন্নয়ন করে, বিএনপি পেট্রোলবোমায় মানুষ পোড়ায় : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ উন্নয়ন করে, বিএনপি পেট্রোলবোমায় মানুষ পোড়ায় : তথ্যমন্ত্রী

রাজনীতির নামে মানুষ পোড়ানোর অপরাজনীতি দুনিয়ার কোথাও নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের গোয়ালপুরা বাজার, কোদালা বাজার, চা বাগান এলাকাসহ বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার একদিকে দেশের উন্নয়নের জন্য রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, রেললাইন বানায়, নদীভাঙন রোধ করে, শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেয়। আর বিএনপি নির্বাচন বর্জনের নামে দেশের সম্পদ নষ্ট করে। বাসে-ট্রেনে পেট্রোল বোমা মেরে মানুষ পোড়ায়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতির নামে মানুষ পোড়ানোর অপরাজনীতি দুনিয়ার কোথাও নাই। এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

এ সময় তিনি কোদালা চা বাগানের শ্রমিক, গ্রামের নারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। পরে রাঙ্গুনিয়ার সরফভাটা ও বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নে গণসংযোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘‘জামায়াতে ইসলামী স্লোগান দেয়- ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’। ওরা বলে, ইসলাম প্রতিষ্ঠা করবে। এদিকে আজ ফিলিস্তিনে মুসলমানদেরকে পাখি শিকার করার মতো হত্যা করা হচ্ছে, এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। কিন্তু বিএনপি-জামায়াত আজ পর্যন্ত একটি শব্দও ইসরাইলের বিরুদ্ধে উচ্চারণ করেনি। সুতরাং, এদেরকে চিনে রাখতে হবে।’’

নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশে মন্ত্রী হাছান আরও বলেন, ‘প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নামাজের পর মানুষের উপকারের মাধ্যমে আমার দিনের কাজ শুরু হয়। আমি কোনো মানুষের অপকার করিনি। কারো অপকার করা আমার ধর্ম নয়।’

তিনি বলেন, কর্ণফুলী নদীসহ রাঙ্গুনিয়ার অন্যান্য নদীর ভাঙন রোধে এরইমধ্যে ৫০০ কোটি টাকার কাজ হয়েছে, আরও ১০০ কোটি টাকার কাজ হবে। অনেক জেলায়ও এত উন্নয়ন কাজ হয়নি।

এ সময় আগামী ৭ জানুয়ারি আত্মীয়-স্বজন সবাইকে সঙ্গে নিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সর্বশেষ খবর