সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়।।
পঞ্চগড়ে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাটের ট্রাক মার্কার নির্বাচনী অফিস ভাঙচুর, পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা এবং তার করদ সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যেতে হুমকী দেয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার গভীর রাতে পঞ্চগড় পৌরসভার ৫নং ওয়ার্ডের কামাতপাড়া ও তুলারডাঙ্গা এলাকায় ট্রাক মার্কার দুইটি অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ওই প্রার্থী।
এদিকে শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।