কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. শাফওয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ৩ নং ওয়ার্ডের শশীভূষণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মো. শাফওয়ান ওই এলাকার মো. মিনহাজের ছেলে।
জানা যায়, শনিবার সকালে শিশুটি উঠানে খেলা করছিল। মা ও পরিবারের সদস্যরা অন্য কাছে ব্যস্ত ছিলেন। ফিরে এসে দেখেন শিশুটি উঠানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করতেই শাফওয়ানকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃতু ঘোষনা করেন। অবুঝ শিশুকে হাড়িয়ে মা-বাবা ও পরিবারে চলছে শোকের মাতম ও দিশেহারা।
শশীভূষণ থানার অফিসার (ওসি) মু. এনামুল হক বলেন, এ বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেননি। খবর নিয়ে দেখছি।