সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। নোমান সুনামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুবারের কাউন্সিলর ছিলেন। তিনি পৌরসভার হাসননগর এলাকার বাসিন্দা ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। এখন পরবর্তী আইন পদক্ষেপ চলছে।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, একের পর এক মামলা দিয়ে পুলিশ বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করছে। এটা দুঃখজনক। তবে গ্রেফতার ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।
দলীয় সূত্র জানায়, সুনামগঞ্জে একের পর এক মামলা ও গ্রেফতারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনেকেই বাড়ি ছাড়া। বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ পদের প্রায় সবাই এখন আত্মগোপনে। ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সুনামগঞ্জের সাত উপজেলায় মামলা হয়েছে ১৮টি। এসব মামলায় নামোল্লেখ ও অজ্ঞাত আসামি রয়েছেন এক হাজারের ওপরে। গ্রেফতার হয়েছেন ৬০ জনের বেশি।