Homeআন্তর্জাতিক‘হামাসের কাছে হেরে গেছে ইসরাইল’

‘হামাসের কাছে হেরে গেছে ইসরাইল’

ইসরাইল হামাসের কাছে হেরে গেছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক চিফ অব স্টাফ ড্যান হালুটজ। সম্প্রতি ইসরাইলের হাইফা শহরে সরকারবিরোধী আন্দোলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইসরাইলের সাবেক চিফ অব স্টাফ ড্যান হালুটজ বলেন,

হামাসের কাছে ইসরাইল হেরে গেছে। তবে আমার মতে, ইসরাইলের জয় তখনই সম্ভব হবে যখন নেতানিয়াহু সরকার পদত্যাগ করবে।

হালুটজ আরও বলেন,

আমরা ইসরাইলের জয়ের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। কারণ আমাদের সামনে প্রায় ১৩০০ মৃতদেহ, ২৪০ জন বন্দি (যদিও কেউ কেউ ফিরেছেন) ও প্রায় দুই লাখ শরণার্থী রয়েছে; যারা তাদের বাড়িতে ফিরে আসতে পারছেন না।

হালুটজের এই মন্তব্যকে হাততালি দিয়ে সাধুবাদ জানিয়েছেন হাজারো নাগরিক।

চলতি বছরে শুরু থেকেই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে দেশটির অধিকাংশ নাগরিক। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে সম্প্রতি বলা হয়েছে, ‘ইসরাইলের ৮৫ শতাংশ নাগরিক ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনকে সমর্থন করেন না।’

যদিও ফিলিস্তিনে যুদ্ধের জন্য তাদের নেতানিয়াহুর প্রতি সমর্থন কমেছে এমনটা নয়। বরং তারা নেতানিয়াহুকে যুদ্ধ পরিচালনা করার জন্য যোগ্য মনে করেন না। এমনকি চলতি বছরের ৭ অক্টোবরে হামাসের অতর্কিত হামলার জন্য নেতানিয়াহু সরকারই দায়ী বলে মত তাদের।

এছাড়া হামাসের কাছে বন্দি তিন ইসরাইলি জিম্মিকে ‘ভুলবশত’ হত্যা করেছে ইসরাইলি সেনারা। এতেও ক্ষুব্ধ দেশটির জনগণ।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত ২০ হাজার ৯১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন ৫৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আর উদ্বাস্তু হয়েছেন গাজার ২৩ লাখের মধ্যে ১৮ লাখের বেশি বাসিন্দা।

সর্বশেষ খবর