প্রতিবেশী মোহাম্মদ আবদুল্লাহর কাছ থেকে মাত্র ১৫০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০০ টাকা) ধার নিয়েছিলেন ভিনোদ (২৯)। তবে সময়মতো ধারের টাকা শোধ করতে না পারায় প্রতিবেশীর হাতে প্রাণ দিতে হয়েছে ভিনোদকে।
ভারতের পশ্চিম দিল্লির পাঞ্জাবী বাঘ এলাকায় এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (২২ ডিসেম্বর) পুলিশ ভিনোদের বাসা থেকে তার ক্ষত-বিক্ষত নিথর দেহ উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর একদিন আগে ভিনোদের সঙ্গে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয় আব্দুল্লাহর।
পুলিশ আরও জানিয়েছে, ভিনোদের প্রতিবেশী আবদুল্লাহ পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। মৃত্যুর আগে তিনি আবদুল্লাহর সঙ্গে দেখা করতে তার বাসায় যান। কিন্তু সেসময় আব্দুল্লাহ বাড়িতে না থাকায় তার পরিবারের সঙ্গে রাগারাগি করেন। পরে বাড়িতে এসে ভিনোদের দুর্ব্যবহারের কথা শুনে রেগে যান আব্দুল্লাহ।
পরে ভিনোদের বাড়িতে গিয়ে তাকে ধারাল অস্ত্রের আঘাতে ক্ষত-বিক্ষত করেন তিনি। এতে ঘটনাস্থলেই ভিনোদের মৃত্যু হয়।
সোমবার (২৫ ডিসেম্বর) আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।