চলতি বছর পাকিস্তান থেকে ছোড়া শতাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ড্রোনগুলো অবৈধ মাদক, অস্ত্র এবং গোলাবারুদ পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে তারা।
পাঞ্জাবের সীমান্তবর্তী বিএসএফের এক্স পোস্ট (সাবেক টুইটার) থেকে জানা যায়, সম্প্রতি বিএসএফ অবৈধ মাদক পাচার বন্ধে ভারতীয় সীমান্তে ‘ত্রিমুখী কৌশল’ চালু করেছে। একইসঙ্গে দেশটিতে মাদক বিরোধী সচেতনতার প্রচারণা চালানো হচ্ছে। দেশটির যুবসমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার।
তবে এর মধ্যে ভারত থেকে অবৈধ মাদক, অস্ত্র এবং গোলাবারুদের পাচারের জন্য পাকিস্তান ভারত সীমান্তে ড্রোন ছুড়েছে। ভারত সফলভাবে পাকিস্তানের মাদক পাচারে জড়িত একশটির মতো ড্রোন ধ্বংস করেছে বলে দাবি জানিয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) ভারতের অমৃতসারে ভারতীয় আকাশসীমা অতিক্রম করে অবৈধভাবে পাকিস্তানি ড্রোন প্রবেশ করে। এই খবর পাওয়ার পর বিসিএফের সেনারা সেই ড্রোনটিও ধ্বংস করে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪৩৪ গ্রাম হিরোইন পেয়েছে।
এর আগেও ঠিক একইভাবে পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে অবৈধভাবে মাদক চালানের সঙ্গে জড়িত ড্রোন ধ্বংস করেছে বিএসএফ।