মেট্রোরেলে উপকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী পেতে শুরু করেছেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন থেকে উত্তরা দিয়াবাড়ি যান উপাচার্য এবং প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তারা। এ সময় উপাচার্য এ কথা জানান।
উপাচার্য বলেন, মেট্রোরেল চালু হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের ওপর চাপ কিছুটা কমেছে। শিক্ষার্থীদের জন্য ভাড়া কমানোর বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে মেট্রোরেলে করে দিয়াবাড়ি যান উপাচার্য।