পটুয়াখালীর চারটি আসনে প্রথমবারের মতো ভোট দেবেন দুই লাখ ১৪ হাজার ২৯২ জন নতুন ভোটার। এবারের সংসদ নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারেন তরুণ ভোটাররা। তাই তাদের পক্ষে আনতে বিশেষ পরিকল্পনা করছেন প্রার্থীরা।
সংশ্লিষ্টরা জানান, পটুয়াখালীর চারটি আসনে মোট ভোটার ১৪ লাখ ৬ হাজার ৮৩৯ জন। নতুন ভোটারের সংখ্যা দুই লাখ ১৪ হাজার ২৯২ জন। নারী ও পুরুষ ভোটার প্রায় সমান। তরুণ এই প্রজন্ম সৎ, শিক্ষিত ও দুর্নীতিমুক্ত প্রার্থী বেছে নিতে চান।
শিক্ষা-সংস্কৃতিসহ সবক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস আর মাদকমুক্ত সমাজ গড়ার করার দাবি তাদের। তবে এখনকার তরুণ ভোটারদের মধ্যে রাজনৈতিক সচেতনতা আছে। তাই উন্নয়নের মুগ্ধতায়, কর্মসংস্থানের প্রত্যাশায় মুখিয়ে আছেন ওই তরুণ ভোটাররা।
নতুন প্রজন্মের ভোট নিজেদের পক্ষে টানতে প্রার্থীরা প্রচার-প্রচারণায় নিচ্ছেন বিশেষ পরিকল্পনা।
পটুয়াখালী-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী এ বি এম রুহুল আমীন হাওলাদার জানান, প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছে। দেশের মানুষ যদি আমাকে ভোটে দেন; ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখানে যে লাউকাঠি ব্রিজটি আছে, সেটির কাজ করবো।
পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী আ স ম ফিরোজ বলেন, গ্রামের সমস্ত রাস্তাঘাট, ব্রিজ ইতোমধ্যে পাকা হয়েছে; স্কুল-কলেজও হয়েছে। আশাকরি যে সমস্ত কাজ বাকি আছে সেগুলোও হবে।
পটুয়াখালীর ৪টি সংসদীয় আসনে মোট ভোটার ১৪ লাখ ৬ হাজার ৮৩৯ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন ২৪ জন প্রার্থী।