সিরি আয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাপোলিকে হারিয়ে বড় দিনের ছুটিতে গেল মরিনহোর রোমা। স্তাদিও অলিম্পিয়াকোতে গিল আজ্জুরিদের ২-০ গোলে হারিয়েছে তারা। এ জয়ের ফলে বড় দিনের ছুটির আগে ছয় নম্বরে উঠে এসেছে দলটি।
ক্রসবার, সাইটবার। রোমার ওয়ান টু ওয়ান মিস। দফায় দফায় দ্য স্পেশাল ওয়ান মরিনহোর মাথায় হাত। স্তাদিও অলিম্পিয়াকো মুখোর দুয়োধ্বনিতে। ৬৬ মিনিটে লাল কার্ড দেখেন নাপোলির মাতেও পলিটানো। এর ১০ মিনিট বাদে গোলের দেখা পায় মরিনহোর দল। উৎসবের মধ্যমণি লরেঞ্জে পেলেগ্রিনি, কোচের মুখে হাসি।
টুইস্ট বাকি ছিল আরও। ৮৫ মিনিটে ভিক্টর ওসিমেনের লাল কার্ড। নয় জনের দলে পরিণত হয় বর্তমান চ্যাম্পিয়নরা। যোগ করা সময়ে লুকাকুর ফিনিশিং, তাতে ২-০ গোলের জয় নিশ্চিত করে রোমা।
দিনের অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে য়্যুভেন্তাস ও ইন্টার মিলান। ফ্রজিনোনেকে ২-১ গোলে য়্যুভেন্তাস, লেসকে ২-০ গোলে ইন্টার হারিয়েছে। অন্যদিকে সালেরনিতানার সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে এসি মিলান।
১৭ ম্যাটে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন ইন্টার মিলান, ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে য়্যুভেন্তাস, তিনে থাকা এসি মিলানের পয়েন্ট ৩৩। ১৭ ম্যাচে রোমার পয়েন্ট ২৮। এক পয়েন্ট কম নিয়ে নাপোলি আছে সাত নম্বরে।