Homeরাজনীতিচলছে বিএনপি-জামায়াতের অবরোধ, তবে কেবল নামেই!

চলছে বিএনপি-জামায়াতের অবরোধ, তবে কেবল নামেই!

বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ চলছে। নির্বাচন বর্জনের এক দফা দাবিতে তিনদিন অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ কর্মসূচির পর রোববার সকাল ৬টা থেকে এ কর্মসূচি পালন করছে তারা। তবে রাজধানীর কোথাও এ কর্মনূচির কোনও প্রভাব চোখে পড়েনি।

চলছে বিএনপি-জামায়াতের অবরোধ, তবে কেবল নামেই!

বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ চলছে। নির্বাচন বর্জনের এক দফা দাবিতে তিনদিন অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ কর্মসূচির পর রোববার সকাল ৬টা থেকে এ কর্মসূচি পালন করছে তারা। তবে রাজধানীর কোথাও এ কর্মনূচির কোনও প্রভাব চোখে পড়েনি।

সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যানবাহন চলছে স্বাভাবিক দিনের মতো। গণপরিবহন চলাচলও স্বাভাবিক। ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসগুলোও।

তবে অবরোধের আগের রাতে রাজধানীতে তিনটি যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যার পর থেকে গুলিস্তানে রজনীগন্ধা পরিবহন, কলাবাগানে শিকড় পরিবহন ও মিরপুর-১৩ নম্বরে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন দেয়া হয়।

এর আগে, গত ২০ ডিসেম্বর বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চারদিনের কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী নির্বাচন বর্জনের এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে ২১, ২২, ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি এবং ২৪ ডিসেম্বর (রোববার) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি আহ্বান করে বিএনপি।

বিএনপির এ   ঘোষণার পর শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমও এক বিবৃতিতে অবরোধ পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, সরকার পতনের একদফা দাবি আদায়ে ২৮ অক্টোবরের পর থেকে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি।

সর্বশেষ খবর