এবি পার্টির নেতৃবৃন্দ বলেছেন, ‘জনগণের সাথে সম্পৃক্তহীন একদলীয় নির্বাচনী ট্রেন খুব শিগগিরই লাইনচ্যুত হবে। দুর্নীতিবাজ, লুটেরা ও কতিপয় দালাল ছাড়া এই নির্বাচনি ট্রেনে অন্য কোনো যাত্রী নেই। তাই এই নির্বাচন দেশকে শান্তি ও স্থিতিশীলতার দিকে না নিয়ে অন্ধকার গর্তে ফেলবে।’
শনিবার বিকালে রাজধানীর বিজয়নগরের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া ‘প্রহসনের নির্বাচন বর্জনে প্রচার ও উদ্বুদ্ধকরণ পদযাত্রা’য় এসব কথা বলেন এবি পার্টির নেতারা।
পদযাত্রা বিজয়নগর, কাকরাইল, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয়-৭১ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল ও যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বাজারে গিয়ে নিজের পছন্দসই সওদা কিনতে আমরা যাচাই বাছাই করি এবং পছন্দমতো মাছ, গোশত, ডিম ইত্যাদি কিনি। কোনো দোকানদার আমাদেরকে তার পছন্দসই জিনিস কিনতে বাধ্য করে না। যদি সেরকম কেউ করে বা করতে চায় আমরা সে দোকান থেকে মালপত্র কিনি না। কারণ, সেখানে আমার নিজের পছন্দ করার কোনো অধিকার নাই। এবারের নির্বাচনে সরকার আমাদের পছন্দমতো ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে।’