Homeবাংলাদেশঅভিযোগ প্রমাণ হলেই প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা

অভিযোগ প্রমাণ হলেই প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আসে এবং তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে অর্থদণ্ডসহ প্রার্থিতা বাতিল পর্যন্ত হতে পারে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৬ টি আসনের সব প্রার্থী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, ‘যারা অস্থিতিশীল অবস্থা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন করতে চান, তাদের ক্ষেত্রে কমিশন জিরো টলারেন্স দেখাবে। নির্বাচন সুষ্ঠু করতে হলে সব সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে। এরইমধ্যে আমরা সেই কাজ করেছি।’

এসময় তিনি সংবাদকর্মীদের নির্ভয়ে দায়িত্ব পালন করার কথা বলেন।

এর আগে সকালে সরকারি কলেজ অডিটোরিয়ামে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশপরিদর্শক আনিসুর রহমানসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর