জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ ধামরাই আসনে নৌকা প্রতীক প্রাপ্তির পর থেকেই পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবিরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের নিয়ে ধামরাই পৌর শহরসহ ১৬ টি উন্নয়নে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী( নৌকা) বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ।
প্রথমে পৌর শহরের বাজারের দোকানপাট, পাড়ায়, মহল্লায় বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে তিনি কুশল বিনিময় ও নৌকা প্রতীকের লিফলেট বিতরণ শুরু করেন।
এবং দেশে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিজের মার্কা নৌকার জন্য বিজয়ের জন্য ভোট চান।
বেনজীর আহমদের জন্য নৌকার পক্ষে ভোট চাইতে কোমড় বেধে প্রচারণায় নেমে পড়েন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম গোলাম কবির মোল্লা,পৌর কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠণের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান এবং সমর্থকরা এই প্রচারণায় যোগ দেন।
প্রচারণার খবর পেয়ে বাসাবাড়ি থেকে ভোটাররা বেরিয়ে আসলে এমপি বেনজীর আহমদ তাদের সাথে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।
এ সময় অনেককে এমপি বেনজীর আহমদের রাজনৈতিক দক্ষতা, বিনয়, শিষ্টাচারের ভূয়সী প্রশংসা করতে শোনা যায়।
প্রচারণায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্তা, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আবুল কাশেম রতন, মাসুম খান, শফিক আনোয়ার গুলশান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সানোরা ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লালটু, ভাড়রিয়া ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন মাসুম, পৌর কাউন্সিলর শহীদুল্লাহ, আমজাদ হোসেন, মোকসেদ আলী, কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল, মোহাম্মদ আলী, যুবলীগ নেতা হাফিজুর রহমান হ্যাপি, হারুন অর রশিদ রোকন কামরুল, রায়হান,ছাত্রলীগ নেতা শুভ,আশি সহ অগণিত নেতাকর্মী ও সমর্র্থক দিনব্যাপি এই প্রচারণায় অংশ নেন। একই দিনে বিকেলের দিকে নৌকার কয়েক হাজার নেতাকর্মী সমর্থক নিয়ে বিজয় দিবসের বিজয় র্যালি বের করেন।