Homeআন্তর্জাতিকএক ওয়েবসাইটেই সৌদির সব ভিসার আবেদন

এক ওয়েবসাইটেই সৌদির সব ভিসার আবেদন

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদে ডিজিটাল গভর্নমেন্ট ফোরামে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে দেশটির ভিসা আবেদনের নতুন প্ল্যাটফর্ম উন্মোচন করেছে। ফলে এক ওয়েবসাইটেই এখন থেকে দেশটির সকল প্রকার ভিসার আবেদন করা যাবে।

৩০টির বেশি মন্ত্রণালয়, কর্তৃপক্ষ ও বেসরকারি সংস্থার মাধ্যমে সাইটটিতে হজ, ওমরাহ, পর্যটন, ব্যবসা ও কর্মসংস্থান, সকল প্রকার ভিসার আবেদন সহজেই করা যাবে বলে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

গ্রাহকের কাঙ্ক্ষিত ভিসা শনাক্তকরণের জন্য স্মার্ট সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সাইটটিতে। এটি হচ্ছে কেন্দ্রীভূত পদ্ধতি যেখানে সৌদি আরবের ভিসার প্রয়োজনীয়তা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে। ব্যবহারকারীরা ভবিষ্যতে ভিসার আবেদন করার সুবিধার্থে ব্যক্তিগত প্রোফাইল তৈরি করে রাখতে পারবেন।

নতুন এই প্ল্যাটফর্মটিতে ব্যক্তির তথ্য ও দক্ষতা যাচাই করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উদীয়মান প্রযুক্তির ব্যবহার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সর্বশেষ খবর