Homeজাতীয়আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সঙ্গে বৈঠকে ইসি

আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সঙ্গে বৈঠকে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকা রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বিজিবি ঢাকা সেক্টর কমান্ডারসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা। বৈঠকে নির্বাচনে ঢাকা অঞ্চলের ভোটের আগে-পরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

এর আগে, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, ডিজিএফআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কয়েকদফা বৈঠকে বসেছিল ইসি।

Exit mobile version