নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, ‘এ ভোট শুধু আমরা ভালো বললেই হবে না। বহির্বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। তাদেরকেও বলতে হবে একটি ভালো ভোট হয়েছে। ভোট ভালো না হলে ভবিষ্যৎও খুব একটা ভালো হবে না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার ফেনীতে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
এসময় নির্বাচন কমিশনার বলেন, ‘দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছেন। যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবেন তারা আসলেই আমরা ভিসা দিয়ে দেব । দেশি অনেক পর্যবেক্ষক ও নির্বাচন পর্যবেক্ষণ করবেন।’
আনিসুর রহমান বলেন, আমাদের ওপর দেশি-বিদেশি কোন চাপ নেই। আমরা সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন করে দিবো। ভালো ভোট না হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।’
সভায় ফেনীর জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তারের পরিচালনায় তিনটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, পুলিশ সুপার জাকির হাসান, বিজিবি-৪ অধিনায়ক রকিবুল হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ করিমসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।