Homeজাতীয়নির্বাচন বন্ধ করবে এত সাহস বিএনপি কোথায় পায়: প্রধানমন্ত্রী

নির্বাচন বন্ধ করবে এত সাহস বিএনপি কোথায় পায়: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারা, মানষের জীবন কেড়ে নেবে, মানুষকে ভোট দিতে দেবে না, নির্বাচন বন্ধ করবে এত সাহস বিএনপি কোথা থেকে পায়?’

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘লন্ডন থেকে হুকুম দেয়, এখানে কিছু মানুষ আগুন নিয়ে খেলছে। আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পুড়ে যায়। আগুন নিয়ে খেলে সরকার পতন করা যাবে না, অত সহজ নয়। অত ভাত দুধ দিয়ে খায় না।’

বুধবার বিকেল সাড়ে ৪টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আজ যারা ভোটের কথা বলে তারা কোনো দিন মানুষকে ভোটের অধিকার দেয়নি। তারা ভোট চুরি করে। মানুষের জন্য কোনো কিছু করে না। নিজেদের ভাগ্য উন্নয়ন করে।’

উন্নয়নের জন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নৌকায় ভোট দিয়ে দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট পেয়ে যখনই ক্ষমতায় এসেছে তখনই এদেশের মানুষের উন্নয়ন হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘আজকের বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ। গ্যাস দেওয়ার মুচলেকা দিয়ে ২০০১ সালে ক্ষমতায় আসল বিএনপি-জামায়াত জোট। যে গ্যাস কূপে তারা গ্যাস পায়নি সেখানে আমরা শুধু গ্যাসই নয়, তেলও পেয়েছি।’

তাঁর সরকারের নেওয়া নানা পদক্ষেপের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রায় ৭৮ ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। মানুষ ১৮ কোটি সিম ব্যবহারকারী রয়েছে। মানুষের এখন একের থেকে অধিক মোবাইল ফোন ব্যবহারের সঙ্গতি হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে বলেও এই সুযোগ হয়েছে।’

এ সময় সিলেটে তাঁর সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘সিলেটের প্রতিটি জেলায়, উপজেলায় মসজিদ, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হচ্ছে। সিলেটে চার লেনের রাস্তা নির্মাণ করা হচ্ছে। আমরাই সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করেছিলাম ১৯৯৬ সালে ক্ষমতায় এসে। হাওর অঞ্চলের মাছ সংরক্ষণের ব্যবস্থা আমরা করে দিয়েছি। সিলেটেও মেট্রোরেল হয় এমন ব্যবস্থা করে দিয়েছি। নদীর বাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে।’

যারা ভালো কাজ করেছেন, জনগণ তাদেরই বেছে নেবেন: প্রধানমন্ত্রী যারা ভালো কাজ করেছেন, জনগণ তাদেরই বেছে নেবেন: প্রধানমন্ত্রী
সিলেটে ১০০ শয্যার বার্ন ইউনিট নির্মাণ করা হবে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সিলেটে বিশেষ হাউজিংয়ের কাজ আমরা হাতে নেব। সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে।’

Exit mobile version