Homeজেলাশরীয়তপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন না করে সরকারি...

শরীয়তপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন না করে সরকারি টাকা উত্তলন

মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি ॥

শরীয়তপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন না করেই সরকারি টাকা উত্তলনের অভিযোগ উঠেছে।
মহান বিজয় দিবসে সকল সরকারি ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেয়া হলেও তা মানা হয়নি শরীয়তপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে।

জেলা রেজিস্ট্রার কার্যালয়ের ভবনে আলোক সজ্জ্বা এবং বিজয় দিবসের র‌্যালি, মিলাদ ও দোয়ার আয়োজন না করেই সোনালি ব্যাংক থেকে টাকা উত্তলোন করে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের টি সি শাখার হিসাব রক্ষক সাইফুল ইসলাম বাচ্চু। দুই একজন কর্মকর্তা কর্মচারি গিয়ে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করে চলে আসে।

সুশীল সমাজের অনেকেই বলেন বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করা, ভবনে আলোক সজ্জ্বা না করা মানে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞা করা।
হিসাব রক্ষক সাইফুল ইসলাম বাচ্চু বলেন, ব্যানার ও ফুলের জন্য ২৭৭৫ টাকা খরচ হয় দোকান থেকে এখন ও ক্যাশ মেমো আনি নাই। গত বছর আমরা ১৬/১৭ হাজার টাকা বিজয় দিবসে খরচ করেছি।

সোনালি ব্যাংক থেকে এবার ২৭,২৭৫ টাকা উত্তোলন করেছি।
জেলা রেজিস্ট্রার অমৃত লাল মজুমদার বলেন আমার আইন এ বাধা আছে এ বিষয়ে আমি কোন বক্তব্য দিতে পারবো না।

Exit mobile version