Homeজেলাপ্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের ১৬দফা দাবী উত্থাপন

প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের ১৬দফা দাবী উত্থাপন

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা প্রতিনিধি ।।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মোংলা বন্দরকে আরো গতিশীল ও আধুনিকায়নে পশুর নদীতে নিয়মিত ড্রেজিং, মোংলা নদীর উপর ব্রিজ নির্মাণ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিসহ ১৬দফা দাবী উত্থাপন করেছেন মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদ।

সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৯ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মোংলা প্রেস ক্লাবের আয়োজিত সম্মেলনে এ দাবী তুলে ধরা হয়। উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ভিপি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান মাস্টার, মোংলা বন্দর ক্যাস্টম ভেন্ডার এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, যুবলীগ নেতা হুমায়ুন কবির, মোঃ রুবেল, শ্রমিক নেতা মাহফুজুর রহমান, জাহাঙ্গীর হোসেন ও ফারুক হোসেন। এ সম্মেলনে বিভিন্ন ট্রেড ইউনিয়নসহ নানা সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

২০২২সালের ১৯ডিসেম্বর মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদ নামের এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে সংগঠনের সভাপতি ভিপি শাহ আলম বলেন, আমরা দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা নিয়ে মোংলা বন্দরের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চাই। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্থানীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে ১৬দফা দাবী উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দরা।

Exit mobile version