Homeআন্তর্জাতিকবিদ্যুৎ বিভ্রাটে বাতিল কলকাতা মেট্রোর ৮০ ট্রেন

বিদ্যুৎ বিভ্রাটে বাতিল কলকাতা মেট্রোর ৮০ ট্রেন

বিদ্যুৎ বিভ্রাটে কলকাতা মেট্রোর ৮০টি ট্রেন বাতিল হয়েছে। কলকাতা মেট্রোর ইতিহাসে এত দীর্ঘ সময় বন্ধ থাকেনি ট্রেন। মেট্রোর থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগের ফলে দুপুর পর্যন্ত বন্ধ ছিল দক্ষিণেশ্বর-দমদমের মেট্রো পরিষেবা। নানা চেষ্টাতেও স্বাভাবিক করা যায়নি মেট্রো চলাচল। শেষ খবর পাওয়া পর্যন্ত টানা ৭ ঘণ্টা পর্যন্ত বন্ধ ছিল ট্রেন চলাচল।

এ ঘটনায় মেট্রো কর্তৃপক্ষ দায় স্বীকার করলেও কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তার কোনো নিশ্চয়তা দিতে পারেনি। ফলে উদ্বিগ্ন নিয়মিত চলাচলকারী মেট্রোযাত্রীরা।

এ লাইনে স্বাভাবিক সময় ২৮৮টি রেক চলে। কিন্তু, রোববার ছুটির দিন হওয়ায় চলে ওইদিন ১৩৫টি রেক চলে। একইসঙ্গে এ বিপত্তির ফলে ৮০টি ট্রেন বাতিল করা হয়। অর্থাৎ অর্ধেকের বেশি ট্রেন এদিন বাতিল হয়।

এদিন দুপুর ১টা ৫২ মিনিট পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। মূলত, দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে থার্ড রেলে বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটার জেরেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Exit mobile version