Homeজাতীয়বঙ্গবন্ধু হত্যা মামলাও ঝুলিয়ে রাখা হয়েছিল, সুপ্রিম কোর্ট দিবসে রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু হত্যা মামলাও ঝুলিয়ে রাখা হয়েছিল, সুপ্রিম কোর্ট দিবসে রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে সুপ্রিম কোর্ট চালু হয়েছিল জানিয়ে, একে সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ৫১ বছর আগে ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুপ্রিম কোর্টের উদ্বোধন করেন। অথচ এমনও সময় গেছে, যে সময়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলাও ঝুলিয়ে রাখা হয়েছে।

তবে বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট বহু অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের ভূমিকায় আজ এটি প্রমাণিত অন্যায়ের বিচার হবেই।

আরও পড়ুন: কারাবন্দি বিএনপি নেতাদের সঙ্গে ‘সমঝোতার’ আলোচনা, ব্যাখ্যা দিলেন কাদের

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আইনমন্ত্রী আনিসুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিসহ আইনজীবীরা অংশ নেন।

২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

ওইদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যেদিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল (১৯৭২ সালের ১৮ ডিসেম্বর) সেই দিন ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ পালন করা হবে। ওই সিদ্ধান্তের পর থেকে প্রতিবছর ১৮ ডিসেম্বর দিবসটি পালিত হয়ে আসছে।

Exit mobile version