Homeজেলারাজশাহী বিভাগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যারা

রাজশাহী বিভাগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যারা

রাজশাহী ছয়টি আসনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন যারা:

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও আসনটির বর্তমান এমপি আয়েন উদ্দিন।

রাজশাহী ৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনের বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী মনসুর রহমান।

রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনের জাকের পার্টির প্রার্থী শফিকুল ইসলাম

রাজশাহী-৬ (চারঘাট বাঘা) আসনের জাকের পার্টির প্রার্থী রিপন আলী।

পাবনায় মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন:

পাবনার ৩টি আসনের জাকের পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন৷ তারা হলেন: পাবনা-১ আসনের মো. মুকুল হোসেন (জাকের পার্টি)।

পাবনা-৩ আসনের কামরুজ্জামান মো. হাদী (জাকের পার্টি)।

পাবনা-৫ আসনের মো. মফিজ উদ্দীন প্রাং।

বগুড়ার মনোনয়ন প্রত্যাহার করা ১১ প্রার্থী হলেন:

বগুড়া-১ আব্দুর রহমান (স্বতন্ত্র)।

বগুড়া-২ আওয়ামী লীগের নৌকার প্রার্থী তৌহিদুর রহমান মানিক ও জাকের পার্টির আজগর আলী ফকির।

বগুড়া-৩ আসনের জাকির পার্টির গোলাম মোস্তফা ও আওয়ামী লীগের নৌকার প্রার্থী সিরাজুল ইসলাম খান রাজু।

বগুড়া-৪ আসনের জাকের পার্টর আব্দুর রশিদ সরকার ও আওয়ামী লীগের নৌকার প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ।

বগুড়া-৫ আসনের জাকের পার্টির মাসুদ রানা।

বগুড়া-৬ আসনের জাকির পার্টির মোহাম্মদ ফয়সাল বিন শফিক।

বগুড়া-৭ আসনের জাকের পার্টির নাজির মাহমুদ রতন ও স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক আহম্মেদ।

নাটোর:

নাটোরের চারটি সংসদীয় আসনে পাঁচজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ২টি আসনে জাকের পার্টির প্রার্থী ও তিন স্বতন্ত্র প্রার্থী।

নাটোর- ১ আসন শামীম আহমেদ সাগর ও আনিসুর রহমান আনিস মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা দু’জনই স্বতন্ত্র প্রার্থী।

নাটোর- ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহানারা বেগম মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ আসনের জাকের পার্টির রবিউল করিম।

নাটোর- ৩ আসনের জাকের পার্টির রাকিবা হক মনোনয়ন প্রত্যাহার করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন; তারা হলেন:

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী মুহা. আব্দুর রহিম মনোনয়ন প্রত্যাহার করেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য খুরশিদ আলম বাচ্চু মনোনয়ন প্রত্যাহার করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী বাবুল হোসেন জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন প্রত্যাহার করেন। এখন তিনটি আসনের মোট প্রার্থী ১৬ জন।

জয়পুরহাট:

জয়পুরহাট-১ আসনে আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন জাসদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

জয়পুরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাকের পার্টির গোলাম রসুল।

সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন রেজাউল করিম (জাকের পার্টি)।

সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেনআলমগীর হোসেন (জাকের পাটি)।

সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন আব্দুল আল হাসেম (জাতীয় পার্টি)।

সিরাজগঞ্জ ৫ আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন রেজাউল করিম বিপ্লব (জাকের পার্টি)।

Exit mobile version