পল্টন থানা ও পুলিশের ওপর হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।
গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনটি করেন থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সুমিত কুমার সাহা। সেইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ারও আবেদন করেছেন তিনি।
তবে আদালত জানান, মির্জা ফখরুল ও আমীর খসরুর উপস্থিতিতে আগামীকাল সোমবার আবেদনের ওপর শুনানি হবে। বিএনপির এ দুই শীর্ষ নেতা কারাবন্দী থাকায়, শুনানির সময় তাদের হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।
ওই মামলার এজাহারে বলা হয়, গত ২৮ অক্টোবর মির্জা ফখরুল ও আমীর খসরুর নির্দেশে বিএনপি নেতাকর্মীরা বিকেল ৩টার দিকে পল্টন মডেল থানার সামনে জড়ো হয়। সেখানে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে থানায় ও পুলিশের ওপর হামলা চালায় তারা। এ ঘটনায় ফখরুল ও আমীর খসরুসহ ১০২ জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করে পুলিশ।