Homeশীর্ষ সংবাদদুই কেজি স্বর্ণ ভারতে পাচার করছিল আতিয়ার, অবশেষে আটক

দুই কেজি স্বর্ণ ভারতে পাচার করছিল আতিয়ার, অবশেষে আটক

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুই কেজি ৩৬০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ আতিয়ার রহমান নামে এক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিম পাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া আতিয়া রহমান বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের মহর আলীর ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এরকম গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে রাত সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তি বাইসাইকেল যোগে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে তল্লাশির করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন দুই কেজি ৩৬০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, আটক হওয়া পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর