Homeআন্তর্জাতিকগাজায় বেসামরিক হত্যায় ‘উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র

গাজায় বেসামরিক হত্যায় ‘উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র

দুই মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অনবরত হামলা চালাচ্ছে ইসরাইল। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইসরাইলের এমন নির্বিচার হামলাকে প্রকাশ্যেই সমর্থন জানিয়ে এসেছে। তবে এবার গাজায় নির্বিচারে বেসামরিক হত্যায় ‘উদ্বেগ’ জানিয়েছে হোয়াইট হাউস।

বুধবার (১৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, ‘অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের এমন নৃশংস সামরিক অভিযানে আমরা উদ্বিগ্ন। যদিও আমরা জানি হামাসই এই সংঘর্ষ শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেও ইসরাইল-হামাস সংঘর্ষ নিয়ে চিন্তিত। তিনি প্রকাশ্যে-অপ্রকাশ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চলতি যুদ্ধ নিয়ে আলোচনায়ও করেছেন।’

তবে কিরবি এটাও বলেন, ‘ইসরাইল তার আত্মরক্ষার্থে হামাসের বিরুদ্ধে লড়াই করছে। তারা বেসামরিকদের ওপর ইচ্ছাকৃত হামলা চালাচ্ছে না। তবে যুদ্ধ সবসময় পরিকল্পনা অনুযায়ী চালানো যায় না।’

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটনে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমার মনে হয় তার (নেতানিয়াহু) পরিবর্তন হওয়া দরকার। সেই সঙ্গে প্রশাসনেও রদবদল প্রয়োজন। এই সরকার নিজের চলার পথই কঠিন করে তুলছে।’

তার আগে সোমবার (১১ ডিসেম্বর) হোয়াইট হাউসের অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘তারা (ইসরাইল) হামাসকে নির্মূল করা না পর্যন্ত আমরা তাদের সামরিক সহায়তা দিয়ে যাব। কিন্ত আমাদের সতর্ক থাকতে হবে। তাদেরও (ইসরাইল) সতর্ক থাকতে হবে। রাতারাতি বিশ্ব সম্প্রদায়ের মত পাল্টে যেতে পারে।’

এদিকে ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় গাজা উপত্যকায় ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও নিখোঁজ অন্তত আট হাজার ফিলিস্তিনি। আর এই দুই মাসে আহতের সংখ্যা ৫০ হাজারেরও বেশি ছাড়িয়েছে।

সর্বশেষ খবর