মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ী জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ১০০ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ।
পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ জানান, রাজবাড়ী জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য রাজবাড়ী জেলা পুলিশের আইটি দল সব সময়ই কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০০ জন মালিকের কাছে তাদের মোবাইল ফোনগুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ তাদের হাতে তুলে দিচ্ছে।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম , অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার,সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইফতেখারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।