Homeআন্তর্জাতিকআন্তর্জাতিক চাপ যুদ্ধ বন্ধ করতে পারবে না: নেতানিয়াহু

আন্তর্জাতিক চাপ যুদ্ধ বন্ধ করতে পারবে না: নেতানিয়াহু

আন্তর্জাতিক চাপ গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (১৩ ডিসেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে ( সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিওতে এই মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।

ভিডিওতে দক্ষিণ ইসরাইলের সামরিক ঘাঁটিতে সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে দেখা গেছে নেতানিয়াহুকে। এ সময় তিনি সেনাবাহিনীর উদ্দেশে বলেন, ‘ইসরাইল হামাসকে ধ্বংস করার আগ পর্যন্ত, জয়লাভের আগে পর্যন্ত যুদ্ধ করে যাবে।’

নেতানিয়াহু বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, আমি ফিল্ডে থাকা কমান্ডারকে নির্দেশ দিয়েছি যে, আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবো।’

তিনি বলেন, ‘এ নিয়ে কোনো প্রশ্ন নেই। আমাকে একই সঙ্গে সেনা হারানোর কষ্ট ও আন্তর্জাতিক চাপের মুখোমুখি হতে হচ্ছে।’

ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, কেনো কিছুই আমাদের আটকাতে পারবে না। আমরা জয়লাভের আগ পর্যন্ত, শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবো। তার আগে এ যুদ্ধ শেষ হবে না।’

গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরাইলের ১২০০ মানুষ নিহত হন। আর আহত হন পাঁচ হাজারেরও বেশি। হামাসের হামলার জবাবে ওইদিনই গাজা উপত্যকায় হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। দুই মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় ১৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়াও নিখোঁজ রয়েছেন আট হাজার ফিলিস্তিনি। আর আহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

যুদ্ধ শুরুর দিন থেকেই নেতানিয়াহু বলে আসছেন, হামাসকে নির্মূল করাই এ যুদ্ধের প্রধান লক্ষ্য। এছাড়াও শুরু থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো ইসরাইলকে সমর্থন জানালেও এখন সুর পাল্টাতে শুরু করেছে তারা।

এছাড়াও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় বারবার ইসরাইলের নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়। যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে ১৫৩টি দেশ, বিপক্ষে ছিল ১০টি দেশ। আর ভোট দেয়া থেকে বিরত ছিল ২৩টি দেশ।

Exit mobile version